করোনা সংক্রমণকে লাগাম দিতে এবার পূর্ণ লকডাউনের পথ বেছে নিল তেলেঙ্গানাও। মঙ্গলবার তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় আগামীকাল অর্থ্যাৎ বুধবার থেকেই রাজ্যজুড়ে পূর্ণ লকডাউন কার্যকর হবে। ১০ দিন পর্যন্ত টানা লকডাউন চলবে। মঙ্গলবার লকডাউন ঘোষণা করার পর মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও জানান, রাজ্যে সংক্রমণের বাড়বাড়ন্তের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে মঙ্গলবার সাতদিনের পূর্ণ লকডাউন ঘোষণা করেছে নাগাল্যান্ডও।
মঙ্গলবার করোনা মোকাবিলা নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়। তারপরই সিদ্ধান্ত নেওয়া হয় আগামীকাল থেকেই লকডাউন করা হবে। বুধবার সকাল ১০ টা থেকে লকডাউন শুরু হবে। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত ছাড় থাকবে বলে জানিয়েছে তেলেঙ্গানা সরকার। রাজ্যবাসীর জরুরি পরিষেবা মেটানোর জন্য ওই চার ঘণ্টার সুযোগ থাকবে। আপাতত ২২ মে পর্যন্ত এই লকডাউন চলবে। এর আগে তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল পূর্ণ লকডাউন করা হবে না।
অন্যদিকে ১৪ মে থেকে সাতদিনের পূর্ণ লকডাউনের ঘোষণা করেছে নাগাল্যান্ডও। মুখ্যমন্ত্রী নেইফু রিও-র নেতৃত্বে এদিন একটি উচ্চ পর্যায়ের বৈঠকে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে নাগাল্যান্ডে পূর্ণ লকডাউন জারি হবে। তবে জরুরি পরিষেবা ও কৃষিকাজের ক্ষেত্রে ছাড় থাকবে বলে জানিয়েছে সরকার।






























































































































