রাশিয়ার স্কুলে দুই(firing in school) বন্দুকবাজের হামলায় ৮ শিশুসহ মোট ১১ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মস্কো থেকে ৮২০ কিলোমিটার দূরে অবস্থিত রাশিয়ার কাজান শহরের (Russia) একটি স্কুলে । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পর পর দু’বার দুই বন্দুকবাজ শিক্ষার্থীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। ঘটনাস্থলেই অন্তত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত বহু। রাশিয়া সরকারি সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে। প্রথম বার গুলি চালানোর পর, এক শিক্ষক ও আট শিশুর মৃত্যু হয়। পরে আরও এক বন্দুকবাজের গুলিতে আরও দু’জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে আসা ভিডিয়োতে দেখা যাচ্ছে, ঘটনার সময় শিশুরা স্কুলের জানালা দিয়ে লাফ দিয়ে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছিল। এক বন্দুকবাজকে পুলিশ ঘটনাস্থলে গুলি করে হত্যা করেছে বলে বলে জানা গিয়েছে।





































































































































