‘করোনা রোখার থেকে টুইট মুছতে বেশি ব্যস্ত মোদি, ক্ষমাযোগ্য নয়’, জানালো LANCET journal

0
4

লজ্জায় মাথা কাটা যাচ্ছে ভারতের !

বিশ্বখ্যাত মেডিকেল জার্নাল ল্যানসেট, LANCET journal-এর ৮ মে সংখ্যার সম্পাদকীয়তে লেখা হলো, “ভারতে করোনা রোখার থেকে টুইট মুছতে বেশি ব্যস্ত মোদি সরকার”৷
ল্যানসেট লিখেছে, “মোদির (Narendra Modi) এই ভূমিকা ক্ষমাযোগ্য নয়”৷

করোনা (coronavirus) ঠেকাতে মোদি সরকারের চরমতম ব্যর্থতা এবার ‘ল্যানসেট’-এর (lancet jornal) নিশানায়। বিশ্বের অন্যতম সেরা মেডিক্যাল জার্নাল, ‘ল্যানসেট’-এর চলতি সংখ্যার সম্পাদকীয় লিখেছে, করোনা আবহে সংক্রমণ ঠেকানোর থেকে টুইট মুছতে বেশি আগ্রহ দেখিয়েছে মোদি সরকার। পাশাপাশি মোদি সরকারের এই মনোভাব ‘ক্ষমাযোগ্য নয়’ বলেও উল্লেখ করা হয়।

‘ল্যানসেট’- এ প্রকাশিত সম্পাদকীয়তে দাবি করা হয়েছে, “১ আগস্টের মধ্যে দেশে করোনার জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াবে ১ মিলিয়ন। এবং এই ঘটনা ঘটলে তা হবে মোদি সরকারের ব্যর্থতায়”৷ সম্পাদকীয়তে লেখা হয়েছে, মোদি সরকার নিজেরাই এই জাতীয় বিপর্যয় ডেকে এনেছে, এই অপরাধের জন্য দায়বদ্ধ থাকবে নরেন্দ্র মোদির সরকার”৷

সম্পাদকীয়তে বলা হয়েছে, জমায়েতের কারনে করোনা ভয়াবহভাবে ছড়িয়ে পড়তে পারে৷ কিন্তু তা জেনেও ধর্মীয় এবং রাজনৈতিক সমাগমের ঢালাও অনুমতি দেওয়া হয়েছে। ল্যানসেট-এ লেখা হয়েছে, “করোনা আবহে ভারতের দুর্দশা সহ্য করা যায় না। হাসপাতালে বেড নেই, স্বাস্থ্যকর্মীরা ক্লান্ত। দেশের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন দাবি করেছিলেন ভারত করোনার বিরুদ্ধে জয়ের পথে রয়েছে। সরকারের মনোভাব ছিল যে ভারত করোনাকে হারিয়ে দিয়েছে। তবে দেশের মাত্র ২১ শতাংশ মানুষের শরীরেই করোনার বিরুদ্ধে অ্যান্টিবডি ছিল।”

আরও পড়ুন:অনুপ্রেরণা মমতা, প্রাপ্তির আশায় স্যানিটাইজার স্প্রে গান হাতে দার্জিলিঙে ঘুরছেন বিমল গুরুং

ল্যানসেট-এর অভিযোগ, প্রাথমিক সাফল্যের পর ভারতের কোভিড টাস্কফোর্স বহু মাস বৈঠকেও বসেনি। পাশাপাশি টিকাকরণ নিয়েও ভারত সরকারকে তোপ দেগেছে ল্যানসেট। বলেছে, ভারতে এখনও পর্যন্ত মাত্র ২ শতাংশ মানুষ টিকা পেয়েছেন।

ভারতের এই আতঙ্কজনক পরিস্থিতিতে মেডিকেল জার্নাল ‘ল্যানসেট’ কার্যত ধুইয়ে দিয়েছে মোদি সরকারকে৷

Advt