গভীর রাতে টোটো-বাইক-লরির মুখোমুখি সংঘর্ষ, মর্মান্তিক দুর্ঘটনার বলি ৫

0
3

একইসঙ্গে টোটো (Toto), মোটর বাইকের (Motor Cycle) সঙ্গে একটি লরির (Lori) মুখোমুখি সংঘর্ষ। মর্মান্তিক এই দুর্ঘটনাটি (Road Accident) ঘটেছে উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার ইটাহার (Itahar) থানার ৩৪ নম্বর জাতীয় সড়কের (NH 34) পাম্প মোড় এলাকায়। মৃত ৫, যাদের মধ্যে ২ জন শিশু।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ বিয়ে বাড়ি থেকে একইসঙ্গে ফিরছিল যাত্রীবোঝাই টোটো ও একটি মোটরবাইক। সেই সময় উল্টো দিক থেকে প্রবল গতিতে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় মোটর বাইক ও টোটোতে থাকা মোট পাঁচজন ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইটাহার থানার পুলিশ। এরপর মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে আনা হয়। অন্যদিকে, আহতদেরও উদ্ধার করে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।