করোনার দাপটে (corona pandemic) এবং লকডাউনের প্রভাবে বিপর্যস্তএবং বিধ্বস্ত মহারাষ্ট্রে ফিল্ম-টেলিভিশন দুনিয়া। সমস্ত ছবির মুক্তি বন্ধ। নতুন নতুন শুটিং বন্ধ। কাজ নেই কারো। কার্যত মুখ থুবড়ে পড়েছে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি । এই পরিস্থিতিতে প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস (Yash Raj films)ফিল্ম ইন্ডাস্ট্রির সদস্যদের টিকাকরণের ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এম্পলয়িজকে লেখা এক টিঠিতে তারা জানিয়েছে মিডিয়া এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির ৩০,০০০ সদস্যকে বিনামূল্যে ভ্যাকসিনের ব্যবস্থা করবে তারা।

চিঠিতে প্রযোজনা সংস্থা উল্লেখ করেছে যে মহামারীর মধ্যে ফিল্ম ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যত দ্রুত সম্ভব আবার যেন তারা কাজ শুরু করতে পারে। যেন ‘হাজার হাজার শ্রমিক আবার জীবিকা নির্বাহ করতে পারেন’। চিঠিতে প্রযোজনা সংস্থা মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছে অনুরোধ করেছে যেন তাদের ভ্যাকসিন কেনার অনুমতি দেওয়া হয়। যশ রাজ ফাউন্ডেশন বিনামূল্যে ভ্যাক্সিনেশনের ব্যবস্থা করবে। এরপরে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এম্পলয়িজ মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লিখে অনুরোধ করে যশ রাজ ফিল্মসের আবেদনের বিষয়টিকে বিবেচনার জন্য। ফিল্ম ইন্ডাস্ট্রির সদস্যদের ভ্যাকসিন দেওয়ার গুরুত্বের কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে।




































































































































