বিধানসভা নির্বাচনে(assembly election) এবার তৃণমূলের(TMC) জয় জয়কার চারিদিকে। বিজেপির(BJP) যে হাওয়া তোলা হয়েছিল নির্বাচনের আগে তা ফিকে হয়ে গেলেও বেশ কিছু আসনে জয়লাভ করেছে গেরুয়া শিবির। বিজেপির সেই সমস্ত জয়ী প্রার্থীদের মধ্যেই নজর কেড়ে নিলেন শালতোড়ার(Shaltora) বিজেপি প্রার্থী চন্দনা বাউরি(Chandana Bauri)। নিকটবর্তী প্রতিদ্বন্দী তৃণমূল প্রার্থীকে ৪১৪৫ ভোটে পরাজিত করে বিধায়ক হিসেবে নির্বাচিত তিনি। তবে জয়-পরাজয়ের মাঝেও এবারের বঙ্গ নির্বাচনে সবচেয়ে দরিদ্র প্রার্থী হিসেবে ছিলেন চন্দনা।
সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছিল, অত্যন্ত দরিদ্র এই বিজেপি প্রার্থীর স্বামী শ্রাবণ বাউরি একজন রাজমিস্ত্রি। তার দৈনিক আয় মাত্র ৪০০ টাকা। নিজের সম্বল বলতে একটি মাটির বাড়ি আর তিনটি গরু। মনোনয়নপত্র হলফনামায় তিনি লিখেছেন তার ব্যাংক একাউন্টে রয়েছে মাত্র ৩১ হাজার ৯৮৫ টাকা। স্বামীর ব্যাংক একাউন্টে রয়েছে ৩০ হাজার ৩১১ টাকা। ছোট বাড়িতে আসবাব হিসেবে রয়েছে একটি টিনের বাক্স ও বাচ্চাদের পড়াশোনা করার জন্য ছোট একটি টেবিল। বাড়িতে স্বামী স্ত্রীর পাশাপাশি রয়েছে তাদের তিন সন্তান।
এবারের বিধানসভা নির্বাচনে বাংলার সবচেয়ে দরিদ্র প্রার্থী হিসেবে তার নাম উঠে আসে ফলে শুরুতেই সংবাদমাধ্যমের নজরে আসেন চন্দনা। শালতোড়ার মত কঠিন জায়গা থেকে তার এই জয় নিশ্চিতভাবেই অসময়ে বাড়তি অক্সিজেন বিজেপির কাছে।








































































































































