দেশজুড়ে মারাত্মক আকার নেওয়া করোনাভাইরাস (coronavirus) সংক্রমণের শৃঙ্খল ভাঙতে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলিকে লকডাউন জারির পরামর্শ দিল শীর্ষ আদালত (apex court)। অতিমারির দ্বিতীয় ঢেউ মোকাবিলা করার বিষয়ে শুনানির পর রবিবার লকডাউন সংক্রান্ত একটি নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই বিষয়ের শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছে, অতিমারির দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ মাত্রাছাড়া হয়েছে। সংক্রমণ রোধে কী কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে বিশদ পরিকল্পনা করতে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিচ্ছি। এর পাশাপাশি শীর্ষ আদালত বলে, কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি ভিড় ও সুপার স্প্রেডার অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করুক। প্রাণঘাতী ভাইরাসের প্রকোপ রুখতে লকডাউনের বিষয়টি ভেবে দেখার পরামর্শও দেয় সুপ্রিম কোর্ট। একইসঙ্গে আদালত বলেছে, লকডাউনের জেরে পরিযায়ী শ্রমিক ও প্রান্তিক মানুষের অসুবিধার বিষয়টিকেও গুরুত্ব দিয়ে নজরে রাখতে হবে। লকডাউনে আর্থ-সামাজিকভাবে পিছিয়ে পড়া অংশের মানুষ যাতে সমস্যায় না পড়েন তা নিশ্চিত করতে হবে।






























































































































