টোকিও অলিম্পিক্সের( tokyo olympic 2021) টিকিট পেলেন প্রণতি নায়েক। আসন্ন অলিম্পিক্সে দেখা যাবে বাংলার প্রণতিকে। মহাদেশীয় কোটার মাধ্যমে অলিম্পিক্সের টিকিট পেলেন তিনি। করোনার কারণে সিনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপ বাতিল হয়ে যাওয়ায়, কোটার বিচারে অলিম্পিক্সের টিকিট পেলেন প্রণতি।

অলিম্পিক্সে সুযোগ পেয়ে প্রণতি বলেন,”২০১৯-এর বিশ্ব চ্যাম্পিয়নশিপে যোগ্যতা মান অর্জন করতে না পারায় প্রচণ্ড হতাশ হয়েছিলাম। অতিমারির কারণে একের পর এক প্রতিযোগিতা বাতিল হওয়ায় কোনওদিন ভাবিনি অলিম্পিক্সে যাওয়ার স্বপ্ন পূরণ হবে। অতিমারির সময়ে কোনও প্রতিযোগিতা না থাকলেও নিজেকে ফিট রেখেছি। আগামী কয়েক মাস আরও বেশি পরিশ্রম করে অলিম্পিক্সে ভাল ফল করার চেষ্টা করব।”
আরও পড়ুন:মুম্বইয়ের কাছে ম্যাচ হেরে ক্ষুব্ধ চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি






































































































































