করোনা পরিস্থিতিতে সংক্রমণের রাশ টানতে বিজয়োল্লাসে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। এমনকি ফল বেরনোর পর জমায়েত দেখলেই দ্রুত ব্যবস্থা নিতেও বলা হয়েছে কমিশনের তরফে। কিন্তু সেইসব বিধি নিষেধকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই বিভিন্ন রাজ্য থেকে উঠে আসছে জয় উদযাপনের ছবি। বাংলাতেও সবুজ আবীর নিয়ে শুরু হয়ে গিয়েছে সেলিব্রেশন। তামিলনাড়ু, অসম, পুদুচেরি ও কেরালার চিত্রটাও ঠিক একইরকম। এমতাবস্থায় করোনা মোকাবিলায় আরও কঠোর ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। নির্বাচনের সাফ জানিয়েছে, জমায়েত দেখলেই এফআইআর করা হবে। পাশাপাশি মুখ্যসচিবকে তারা জানিয়েছে, সংশ্লিষ্ট থানার ওসি-দের সাসপেন্ড করা হোক।
এদিন নির্বাচন কমিশনের মুখপাত্র শেফালি সরন জানিয়েছেন,’জয়ের আনন্দ উৎযাপনের ছবি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে কমিশন। ৪টি রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি ঘটনায় এফআইআর করতে হবে। সাসপেন্ড করতে হবে সংশ্লিষ্ট থানার ওসি-কে। কী পদক্ষেপ করা হয়েছে, তার রিপোর্ট দিতে হবে কমিশনকে।’

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে অষ্টমদফার ভোটের ঠিক আগে করোনা বিধি মানার জন্য কিছু নির্দেশিকা জারি করেছিল নির্বাচন কমিশন। তখনই তারা বিজয় মিছিল বা উল্লাস করা যাবে না বলে জানিয়েছিল। কিন্তু সেই বিধিনিষেধ ভেঙ্গে ৫ রাজ্যেই ইতিমধ্য শুরু হয়েছে সেলিব্রেশন। আর তাতে রাশ টানতে এহেন কঠোর নির্দেশ দিল কমিশন।






























































































































