বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের (Kkr) বিরুদ্ধে খেলতে নেমে রেকর্ড গড়লেন শিখর ধাওয়ান( shikahr dhawan)। এদিন আইপিএলে( ipl) দ্বিতীয় সর্বোচ্চ রান করার নজির গড়লেন তিনি। এই রেকর্ড গড়তেই পিছনে ফেলে দিল সুরেশ রায়নাকে।

এদিন কেকেআরের বিরুদ্ধে ৪৬ রান করেন ধাওয়ান। এই রান করতেই ধাওয়ানের মোট রান সংখ্যা দাড়ায় ৫৫০৮ রান। এইক্ষেত্রে শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। তাঁর রান সংখ্যা ৬০৪১। তৃতীয় স্থানে রয়েছেন রায়না। ৫৪৮৯ রান তাঁর।
চলতি মরশুমে দুরন্ত ফর্মে রয়েছেন শিখর। ৩১১ রান করে কমলা টুপির মালিক তিনি। তবে রান সংখ্যা নয় নিয়ে ভাবতে নারাজ শিখর। বরং দলের জয়কেই প্রাধান্য দিলেন গব্বর।
আরও পড়ুন:‘নিজের জন্যও ভাবি না, আমি শুধু জিততে চাই’, ম্যাচের সেরা হয়ে বললেন পৃথ্বী






































































































































