করোনা পরিস্থিতিতে যে হারে সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী তাতে উদ্বেগ ক্রমেই বাড়ছে দেশজুড়ে । এবার সেই পরিস্থিতি সামাল দিতে ভারতের পাশে বাংলাদেশ ৷ আগামী সপ্তাহে রেমডেসিভির সহ চিকিৎসা সরঞ্জাম ভারতে পাঠাবে বাংলাদেশ ৷ এই তথ্য জানিয়েছেন বাংলাদেশের বিদেশসচিব মাসুদ বিন মোমেন ৷
বাংলাদেশ বিদেশ সচিব বলেছেন, ভারত আমাদের থেকে রেমডেসিভি চেয়েছিল ৷ আমরা এটি ভারতে পাঠানোর ব্যবস্থা নিয়েছি ৷
দেশে দৈনিক সংক্রমণ প্রায় ৩ লাখ ৮০ হাজারের কাছাকাছি ৷ তার উপর বিভিন্ন রাজ্যে অক্সিজেন, বেড ও ওষুধের অভাব তৈরি হয়েছে ৷ এই পরিস্থিতিতে রেমডেসিভির চাহিদা বেড়েছে ৷
গত সপ্তাহে, মোদি সরকার রেমডেসিভির শিশি এবং কাঁচামালগুলির জন্য আমদানি শুল্ক মকুব করেছে ৷সংক্রমণ রুখতে আগামী সপ্তাহে রেমডিসিভির সহ একগুচ্ছ ওষুধ ভারতে পাঠাতে চলেছে বাংলাদেশ ৷
জানা গিয়েছে, ভারতে দশ হাজার অ্যান্টিভাইরাল ইনজেকশন সহ ৩০ হাজার পিপিই কিট, কয়েক হাজার জিংক, ক্যালসিয়াম, ভিটামিন সি এবং অন্যান্য প্রয়োজনীয় ওষুধ পাঠাচ্ছে বাংলাদেশ ৷
উল্লেখ্য, করোনা সংক্রমণ রুখতে ২৫ এপ্রিল থেকে ১৪ দিনের জন্য ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার ৷
হাসিনা সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে,
, ভারতে করোনাভাইরাস মহামারিতে প্রাণক্ষয়ে গভীর শোক ও সমমর্মিতা প্রকাশ করেছ বাংলাদেশ সরকার। প্রয়োজন হলে ভারতকে আরও সহায়তা পাঠাবে বাংলাদেশ।
ঘনিষ্ঠ প্রতিবেশী দেশের এই সঙ্কটময় মুহূর্তে তাদের পাশে থাকার এবং মানুষের জীবন বাঁচাতে সাধ্যমতো সব ধরনের সহায়তা করবে ঢাকা।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.