উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের(uefa champions league) সেমিফাইনালের প্রথম লেগে জয় পেল ম্যাঞ্চেস্টার সিটি(manchester city)। বুধবার রাতে তারা হারাল পিএসজিকে(psg)। ম্যাচের ফলাফল ২-১। সেমিফাইনালের ম্যাচে এদিন এগিয়ে থেকেও হারের মুখ দেখল নেইমার, এমব্যাপেরা। পিএসজিকে হারিয়ে প্রথম বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার পথে পা বাড়িয়ে রাখল ম্যানসিটি।

ম্যাচে এদিন ১৫ মিনিটের মাথায় গোল পেয়ে যায় পিএসজি। গোল করে পিএসজিকে ১-০ গোলে এগিয়ে দেন মারকুইনহোস। ম্যাচের প্রথমার্ধ নেইমার, এমব্যাপেরা দাপট দেখালেও, দ্বিতীয়ার্ধ ছিল ম্যানসিটির। ম্যাচের ৬৪ মিনিটে গোল করে ম্যানসিটির হয়ে সমতা ফেরান কেভিন ডি ব্রুইন। ম্যাচের ৭১ মিনিটে ম্যানসিটির হয়ে ব্যবধান বাড়ান মাহরেজ। ম্যাচের ৭৭ মিনিটে লালকার্ড দেখে মাঠ ছাড়েন ইদ্রিসা গুয়ে। এরপর নেইমাররা ম্যাচে ফিরে আসার চেষ্টা চালালেও জয়ের রাস্তা খুলতে ব্যর্থ তাঁরা।
এদিকে পিএসজির ঘরের মাঠে দুটি গোল করার সুবাদে দ্বিতীয় লেগে অনেকটাই এগিয়ে থেকে নামবে ম্যানসিটি।
আরও পড়ুন:এক অভিনব উদ্যোগ নিল সিএবি, টিকাকরণ ক্যাম্পের ব্যবস্থা করলেন অভিষেক ডালমিয়া






































































































































