ভারতের জৈব সুরক্ষা বলয় নিয়ে প্রশ্ন তুললেন অ্যাডাম জাম্পা( adam zampa )। ইতিমধ্যেই ভারতবর্ষে আছড়ে পড়েছে করোনার ( corona) দ্বিতীয় ঢেউ। এই অবস্থান আইপিএল ( ipl) থেকে অনেক বিদেশি ক্রিকেটার সরে গিয়েছেন। তার মধ্যে রয়েছেন অ্যাডাম জ্যাম্পাও। আইপিএল থেকে মাঝপথেই বিদায় নেন তিনি। দেশের একনম্বর লিগ থেকে সরে জেতেই জৈব সুরক্ষা বলয় নিয়ে প্রশ্ন তুললেন জ্যাম্পা। বললেন আইপিএল-এর জৈব সুরক্ষা বলয় দুর্বল। চলতি বছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে ছিলেন জাম্পা।

জ্যাম্পা বলেন,” ভারতে করোনার পরিস্থিতি ভয়ঙ্কর। বেশ কিছু জৈব সুরক্ষা বলয়ে থেকেছি। তবে এ বারেরটাই সব চেয়ে দুর্বল মনে হচ্ছে আমার। এ বার অতিরিক্ত সচেতন থাকতে হচ্ছিল। সংযুক্ত আরব আমিরশাহিতে অনেক সুরক্ষিত ছিলাম আমরা। আমার মতে এ বারেও ওখানে হলেই ভাল হতো। আর দলের সুযোগ পাচ্ছিলাম না। এটাই সঠিক সময় মনে হয়েছে নিজেকে সরিয়ে নেওয়ার।
আরও পড়ুন-দিল্লি ম্যাচের আগে কেকেআরকে বিশেষ বার্তা ম্যাককুলামের






























































































































