করোনা-কালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে বারবার বলতে শোনা গিয়েছে, সে রাজ্যে ওষুধ-অক্সিজেন-বেডের কোনও সমস্যা নেই। এবার চাঞ্চল্যকর অভিযোগ আনলেন বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, যোগী সঠিক তথ্য দিচ্ছেন না। বিরোধিতা করতে ছাড়ছেন না যোগীর দলের নেতা-কর্মীরাও।
সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব যোগী আদিত্যনাথকে বিঁধে বলেছেন, রাজ্য চালাতে বিজেপি সরকারের অযোগ্যতায় উত্তরপ্রদেশ এখন ‘করোনা প্রদেশ’। অখিলেশের কথায়, “ভুয়ো তথ্য দেওয়া হচ্ছে। মৃতের সংখ্যা কমিয়ে দেখাচ্ছে সরকার। অথচ শ্মশানে ভিড় উপচে পড়ছে। এমনকী, বিজেপির বিধায়ক, সাংসদরাও বর্তমান পরিস্থিতিতে সন্তুষ্ট নন।’’ অখিলেশ বলেছেন, করোনা রোগীদের পরিবারের প্রতি সমব্যথী হোক বিজেপি সরকার। এখন নিজেদের নিয়ে গর্ব করার সময় নয়।
আরও পড়ুন-সংক্রমণ এড়াতে এখন কাউকে হাজিরা দিতে হবে না, যাবে না নোটিসও, জানালো CBI-ED
উত্তরপ্রদেশের শ্রমিক উন্নয়ন কাউন্সিলের সভাপতি ও রাজ্যের মন্ত্রী সুনীল ভারালা ও লখনউয়ের মোহনলালগঞ্জের সাংসদ কৌশল কিশোর চিঠি লিখেছেন অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। ভারালা অভিযোগ জানিয়ে চিঠিতে লিখেছেন, অক্সিজেন কিংবা জীবনদায়ী ওষুধের অভাবে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। মুখ্যমন্ত্রী যেন ব্যক্তিগত ভাবে এই সব বিষয়ে হস্তক্ষেপ করেন। কৌশলের অভিযোগ, কেজিএমইউ ও বলরামপুর হাসপাতালে অনেক শয্যাই এখনও খালি রয়েছে। কিন্তু কর্তৃপক্ষের অনেকেই ছুটিতে।







































































































































