সংক্রমণ নিয়ন্ত্রণের প্রথম ধাপেই রাজ্যে এলাকা- ভিত্তিক লকডাউন (Lock down) বা ‘কনটেনমেন্ট জোন’ (containment zone) তৈরির পরামর্শ দিয়েছে কেন্দ্র৷ শুধুই বাংলার সরকারকে নয়, এই পরামর্শ দেওয়া হয়েছে দেশের সব সরকারকেই৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা সোমবার এক চিঠিতে নবান্নকে জানিয়েছেন, রাজ্যের যে এলাকাগুলিতে সংক্রমণের হার টানা এক সপ্তাহ ধরে ১০ শতাংশ বা তার বেশি অথবা করোনা হাসপাতালে ৬০ শতাংশ বেড ভর্তি হয়ে গিয়েছে, সেখানে লকডাউন চালু করা বা কন্টেনমেন্ট জোন ঘোষণা করা যায় কি’না, তা বিবেচনা করুক রাজ্য প্রশাসন।
পশ্চিমবঙ্গ-সহ সব রাজ্য সরকারকে লিখিত ভাবে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, লকডাউন অথবা কন্টেনমেন্ট জোন, যে সিদ্ধান্তই রাজ্য নিক, তার আগে খতিয়ে দেখতে হবে আলোচ্য অঞ্চলে সংক্রমণ কতখানি এলাকায় ছড়িয়েছে এবং সেখানকার চিকিৎসা- পরিকাঠামোর বাস্তব অবস্থা কতখানি সবল৷
ভাল্লা’র পাঠানো নির্দেশিকায় এছাড়াও বলা হয়েছে –
◾সংক্রমণ বেশি, এমন এলাকায় লকডাউন চালু করা বা কন্টেনমেন্ট জোন তৈরির সময়সীমা ন্যূনতম ১৪ দিনের হতে হবে।
◾ কোনও এলাকাকে ‘কন্টেনমেন্ট জোন’ হিসাবে ঘোষণা করা হলে সেখানে ‘নৈশ-কার্ফু’-ও জারি করতে হবে। কার্ফু’র সময়ে জরুরি পরিষেবা-ই একমাত্র ছাড় পাবে।
◾ কন্টেনমেন্ট জোনে কেবলমাত্র সরকারি ও বেসরকারি জরুরি পরিষেবা ছাড় পাবে।
◾ কন্টেনমেন্ট জোনে সমস্ত সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় অনুষ্ঠান, বিনোদন, শিক্ষামূলক অথবা যে কোনও জমায়েত নিষিদ্ধ করতে হবে।
◾কন্টেনমেন্ট জোনের মধ্যে বিয়ে বা শ্রাদ্ধানুষ্ঠানে অতিথি সংখ্যা সীমাবদ্ধ থাকবে যথাক্রমে ৫০ ও ২০ জনে।
◾ কন্টেনমেন্ট জোনে থাকা শপিং মল, সিনেমা হল, জিমন্যাসিয়াম, রেস্তরাঁ, স্পা, সুইমিং পুল এমনকী ধর্মীয় স্থলও বন্ধ থাকবে।
◾ কন্টেনমেন্ট জোনে ট্রেন, মেট্রো, বাস বা ট্যাক্সি বা অন্য গণপরিবহণে যাত্রীসংখ্যা হবে অর্ধেক।
◾ রাজ্যের মধ্যে বা অন্য রাজ্যে যাতায়াতের ক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় পণ্যই শুধুমাত্র ছাড় পাবে।
◾ অফিস খোলা রাখা যাবে অর্ধেক কর্মীসংখ্যা নিয়ে৷
রাজ্যে সংক্রমণ উর্ধ্বমুখী৷ রোজ নতুন রেকর্ড তৈরি হচ্ছে৷ মৃত্যুমিছিলও দীর্ঘায়িত হচ্ছে৷এই আবহে করোনা- ভাইরাসের শৃঙ্খল ভাঙ্গতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পাঠানো একাধিক পরামর্শ নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি রাজ্য সরকার ৷



আরও পড়ুন- ৯৩টি অক্সিজেন-প্ল্যান্ট তৈরির অনুমোদন চেয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যের






























































































































