মাধ্যমিক নিয়ে অনিশ্চয়তা, একাদশে ভর্তি নিচ্ছে কিছু স্কুল!

0
4

সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে দশম শ্রেণির পরীক্ষা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি মধ্যশিক্ষা পর্ষদ। প্রশ্ন উঠেছে, মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত বা সরকার পোষিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির ক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষার্থীদের কী হবে? ঘোষিত সূচি অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ১ জুন থেকে।
যদি এই পরিস্থিতিতে সত্যিই পরীক্ষা হয়, সেক্ষেত্রে ফল প্রকাশ করতে কমপক্ষে মাসখানেকের বেশি সময় লাগবে। ফলে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার পরে পড়ুয়াদের উচ্চ মাধ্যমিকের প্রস্তুতির জন্য সময় অনেক কমে যাবে।
তাই শিক্ষকদের একটি অংশের মত, এ ক্ষেত্রে আইসিএসই বা সিবিএসই বোর্ডের মতো মাধ্যমিক পরীক্ষার্থীদেরও একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া শুরু করে দেওয়া হোক ।
অবশ্য পর্ষদের কোনও সিদ্ধান্ত ছাড়াই
আইসিএসই বা সিবিএসই বোর্ডের মতো মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত কিছু স্কুলেও শুরু হয়ে গেল একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া। বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, ওই স্কুলগুলিতে অনলাইনে ক্লাস ও শুরু হয়ে যাবে দ্রুত ।অন্য স্কুলগুলি অবশ্য তাকিয়ে আছে মধ্যশিক্ষা পর্ষদের সিদ্ধান্তের দিকে। সবমিলিয়ে চরম অনিশ্চিত পরিস্থিতি। য তৈরি হয়েছে । যা নিয়ে রীতিমতো চিন্তিত অভিভাবকরাও।

Advt