এতদিন বলা হচ্ছিল বাইরে বেরোলেই মাস্ক (mask) মাস্ট। করোনা সংক্রমণ রুখতে এটাই প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। তাতেও হেলদোল নেই জনতার। নানা অজুহাতে বহু মানুষ বাইরে বেরিয়েও মাস্ক ব্যবহার করছেন না। আর এবার করোনা সংকটের জটিল পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের নয়া নির্দেশিকা: শুধু বাইরে (outdoor) নয়, ঘরেও (indoor) মাস্ক পরে থাকুন। এই নির্দেশের ফলে স্পষ্ট, কোভিড-পরিস্থিতি এখন এতটাই সঙ্কটজনক হয়ে উঠেছে যে, এবার কেন্দ্র ঘরেই মাস্ক পরে থাকতে নির্দেশ দিল!
সোমবার কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ রুখতে যেসব বাড়িতে কমন প্যাসেজ একসঙ্গে অনেকে ব্যবহার করেন এবং যেসব বাড়িতে পর্যাপ্ত ভেন্টিলেশন নেই সেখানে থাকলে এবার পরতে হবে মাস্ক (MASK)। সেইসঙ্গে অবশ্যই বারবার হাত ধুতে হবে। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতি আয়োগের (Niti Aayog) স্বাস্থ্য বিষয়ক সদস্য ভি কে পল (Dr VK Paul) জানিয়েছেন, সময় এসে গিয়েছে যে কোভিড (Covid-19) সংক্রমণ রুখতে বাড়িতেও পরতে হবে মাস্ক। কারণ এই মুহূর্তে ভারত অত্যন্ত বিপজ্জনক এক কোভিড স্ট্রেনের সঙ্গে লড়়ছে।
আরও পড়ুন- একদিনে রেকর্ড মৃত্যু! গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১৬ হাজার ছুঁইছুঁই






























































































































