বীরভূম থেকেই উন্নয়ন শুরু হবে, ফের দাবি দিলীপের

0
3

বীরভূমের লোক ভয় পায় না । যত বোমাবাজি হচ্ছে, আমাদের কর্মী সমর্থকদের ওপর আক্রমণ হচ্ছে, তত ভোটের পার্সেন্টেজ বাড়ছে। এভাবেই রবিবার বীরভূমের প্রচারে ভোকাল টনিক দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, আমরা চাই পশ্চিমবঙ্গের মানুষের ইচ্ছেপূরণ হোক। বাংলা নতুন বাংলা হোক। আমরা চাই, কাউকে যেন জীবন জীবিকার জন্য বাংলার বাইরে না যেতে হয়। তারা যেন শিক্ষা পায়, তারা যেন খাদ্য পায়, তারা যেন চাকরি পায় ।
এদিন তিনি দাবি করেন, আমরা কাজ করে দেখাই। তাই আমাদের একবার ভোট দিয়ে জেতালে দ্বিতীয়বার আমাদের ভোট চাইতে হয় না। বিহার তার উদাহরণ। আমাদের কাজই আমাদের কথা বলে। আমরা হাতজোড় করি না, হাত পা ধরি না। বর্তমান সরকার লোককে অনেক বোকা বানিয়েছে। কিন্তু আর কোনও ওষুধে কাজ হচ্ছে না। শাসকদলের সমালোচনা করে তিনি বলেন, বীরভূমের সম্পত্তি লুট করছে শাসক দলের নেতা-নেত্রীরা। আমরা ক্ষমতায় এলে সব দুর্নীতির তদন্ত হবে। জগন্নাথ চ্যাটার্জী, সমর্থনের এদিন বীররুমে সভা করেন। বলেন, উন্নয়ন শুরু হবে বীরভূম থেকেই।
এরই পাশাপাশি, সবাইকে করোনা পরিস্থিতিতে কোভিড নিয়মবিধি মেনে চলার পরামর্শ দেন।

Advt