লাইনে দাঁড়িয়ে সারি সারি রোগীর আত্মীয়। সঙ্গে ফাঁকা অক্সিজেন সিলিন্ডার। উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় অক্সিজেনের হাহাকারের চিত্রটা ঠিক এরকমই। এমনকি পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ফাঁকা ট্রেনের বগিতে তরল অক্সিজেন সংগ্রহ করার চেষ্টা চলছে। শুধু তাই নয়, শনিবার মধ্যরাতে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঙ্কিতে এক শিশু হাসপাতালে অক্সিজেনের অভাবে (Oxygen Shortage) দুই সদ্যোজাতের মর্মান্তিক মৃত্যু হয়েছে। করোনার বাড়বাড়ন্তে উওরপ্রদেশের জায়গায় জায়গায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দাবি, তাঁর রাজ্যের কোথাও কোনও অক্সিজেন সঙ্কট নেই। সরকারি হোক বা বেসরকারি সব হাসপাতালে অক্সিজেন আছে বলে দাবি করেছেন তিনি। একইসঙ্গে তিনি জানিয়েছেন, যাঁরা কালোবাজারির সঙ্গে যুক্ত তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
শনিবারের হিসেব অনুযায়ী, ৩৮ হাজার ৫৫ জন ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে। ২২৩ জনের মৃত্যু হয়েছে ২৪ ঘণ্টায়।






























































































































