আজ, বৃহস্পতিবার রাজ্যে ম্যারাথন নির্বাচনের (West Bengal Assembly Election) ষষ্ঠ দফার ভোট গ্রহণ চলছে সকাল থেকে। তারই মধ্যে বিভিন্ন এলাকা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে।
তবে সবচেয়ে আঁতকে ওঠার মতো খবর, ভোটের দিন ভোরে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে হাবড়ায় (Habra)। এখানকার কৈপুকুর জমিদার গেট এলাকায় রাস্তার পাশের একটি শুকনো ডোবা থেকে উদ্ধার হয়েছে এই দেহ (Dead Body)। তবে এখনও পর্যন্ত মৃত ওই যুবকের পরিচয় জানা যায়নি। দেহ উদ্ধার করে হাবরা থানার পুলিশ।
স্থানীয়দের অনুমান, তিনি অন্য এলাকার বাসিন্দা। তাঁকে খুন করে দেহটি এখানে ফেলে দিয়ে যাওয়া হয়েছে। দেহে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে। মাথার পিছন থেকে ঝরছে রক্তও। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্তে নেমে মৃতের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে রাজনৈতিক নাকি অন্য কোনও কারণে খুন, তা এখনও পরিষ্কার নয়। এই ঘটনার পূর্নাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন (EC)।































































































































