রাজনীতির ময়দানে তিনি নবাগত। সেই অর্থে রাজনীতিতে মাস দেড়েক বয়স টলিউডের জনপ্রিয় পরিচালকের (Tollywood Famous Director), নিজেই সেকথা বলছেন ব্যারাকপুরের (Barrackpur) তৃণমূল (TMC) প্রার্থী রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। তবে এই অল্পদিন তাঁর দারুণ অভিজ্ঞতা হয়েছে। মানুষের মধ্যে মিশে গিয়েছেন তিনি। ভালো সাড়া পেয়েছেন বলে দাবি করলেন রাজ।
আজ, বৃহস্পতিবার ভোটের দিন সকাল সকাল বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েন তৃণমূলের তারকা প্রার্থী রাজ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজের দাবি, কমপক্ষে ৩০ হাজার ভোটে তিনি জিততে চলেছেন।




































































































































