তৃণমূলের সঙ্গে বোঝাপড়া করেই রাহুল গান্ধীর সভা বাতিল: দিলীপ

0
2

বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে সমঝোতা করেছে কংগ্রেস। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, সেই সমঝোতা মেনেই রাজ্যে প্রচারে আসেননি কোনও বড় কংগ্রেস নেতা। এই নিয়ে এখনও কংগ্রেসের প্রতিক্রিয়া মেলেনি। এই নিয়ে মঙ্গলবার কংগ্রেসকে বিঁধে দিলীপবাবু বলেন, ‘কংগ্রেস তৃণমূলের সঙ্গে সমঝোতা করে নিয়েছে। ওদের কোনও নেতাকে দিল্লি থেকে ভোট প্রচারে আসেননি। রাহুল গান্ধীও নিজের প্রচারসূচি বাতিল করেছেন। অধীরবাবুও যাচ্ছেন না।’
আগামী ২৩ এপ্রিল মাদলহ, মুর্শিদাবাদ, বীরভূম ও দক্ষিণ কলকাতা এই চার জায়গায় করোনা বিধি মেনে সভা করবেন প্রধানমন্ত্রী। বাকি ৬৫টি কেন্দ্রে সংশ্লিষ্ট চারটি জেলার কাছাকাছি বিধানসভাগুলিকে ভার্চুয়ালি যুক্ত করা হবে বলে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে ।
সিদ্ধান্ত হয়েছে, বিধানসভা কেন্দ্রগুলির বিভিন্ন জায়গায় এলইডি স্ক্রিন লাগিয়ে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক ভাষণ শোনানো হবে।
অন্যদিকে, বিজেপির দাবি, করোনা রুখতে দেশের মধ্যে তারাই বিধি মেনে প্রচার শুরু করেছে।

Advt