ক্রমশ বেড়ে চলেছে করোনা (Carona) সংক্রমণ। রাজ্যে কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করল সরকার। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিলের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য। প্রয়োজনে শনি, রবিরার ও ছুটির দিনেও চিকিৎসক (Doctor), নার্স-সহ স্বাস্থ্যকর্মীদের ডিউটি করতে হতে পারে।
সারা দেশের সঙ্গে রাজ্যের দ্রুত গতিতে বাড়ছে করোনা সংক্রমণ। স্বাস্থ্য দফতরের বুলেটিন (Bulletin) অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃতের সংখ্যা ৪৬। মোট মৃতের সংখ্যা ১০,৬৫২।
আরও পড়ুন-দৈনিক মৃত্যুর নিরিখে ভারতে নতুন রের্কড, একদিনে আক্রান্ত ২ লক্ষ ৯৫ হাজার
মঙ্গলবার, রবীন্দ্রসদনে মুখ্যসচিবের নেতৃত্বে বৈঠক হয়। ছিলেন ১৫টি সরকারি হাসপাতালের শীর্ষ কর্তারা। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ৭-৮দিনের মধ্যেই কলকাতা ও শহরতলিতে এক হাজার করোনা বেড বাড়ানো হবে।
বেড বাড়বে এম আর বাঙুর হাসপাতালে। শম্ভুনাথ পন্ডিত, বাঙুর ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্সেস, পিজি পলিক্লিনিক এবং সাংস্কৃতিক কেন্দ্র উত্তীর্ণকে নিয়ে কম্পোজিট কোভিড হাসপাতালের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। হাওড়ার বালটিকুরি ইএসআই হাসপাতাল, রাজারহাটের কোভিড হাসপাতাল সিএনসিআই ও চন্দননগরের একটি হাসপাতালে বেড বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা হাসপাতালগুলিতেও বেড বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পর্যাপ্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা এবং অক্সিজেনও মজুত রাখার বিষয়ে নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছে।









































































































































