কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ আনলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়। নির্বাচন কমিশনে চিঠি দিয়ে তিনি অমিত শাহ-র বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জানিয়েছেন। অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আদর্শ নির্বাচন বিধি ভঙ্গ করেছেন। জানা গিয়েছে, পাহাড়ে গিয়ে একটি জনসভায় শাহ বলেছিলেন দার্জিলিং -এর বাসিন্দা অর্থাৎ নেপালিদের পুরস্কৃত করার বিষয়টি কেন্দ্র সরকারের ভাবনা চিন্তার মধ্যে রয়েছে । সিএএ এবং এনআরসি নিয়েও তিনি নেপালিদের কিছু প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন। সেইসঙ্গে বলেছিলেন বিজেপি যদি দক্ষিণবঙ্গে জেতে তাহলে তাদের বিরুদ্ধে যে সমস্ত ফৌজদারি মামলা আছে তা প্রত্যাহার করে নেওয়া হতে পারে। শুধু তাই নয় গত ১৭ এপ্রিল নদিয়াতে একটি জনসভায় গিয়ে শাহ মতুয়াদের বলেন যে বিজেপি যদি বাংলায় সরকার গঠন করে তাহলে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করা হবে। রাজ্যনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন ভোটের আগে নির্বাচনী প্রচারে গিয়ে এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। এই সমস্ত তথ্য প্রমাণ নিয়েই এদিন প্রাক্তন বিচারপতি নির্বাচন কমিশনে গিয়ে অমিত শাহর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে এসেছেন।