করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়েই শুরু হয়েছে আতঙ্ক। টলিউডেও আছড়ে পড়েছে মারণ ভাইরাস। সংক্রমিত একের পর এক শিল্পী। এবার করোনায় আক্রান্ত হলেন টলিউডের সুপারস্টার জিৎ (Jeet) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। মঙ্গলবার টুইট করে নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা জানান জিৎ। শুভশ্রী ইন্সটাগ্রামে একটি পোস্ট করে কোভিড পজিটিভ হওয়ার কথা জানালেন।
তবে শুভশ্রী করোনা পজিটিভ হলেও মারণ ভাইরাসের কবলে পড়েনি তাঁর সাত মাসের শিশুপুত্র ইউভান। এই একরত্তি ও তাঁর কেয়ারকেটার করোনা নেগেটিভ বলেই জানিয়েছেন শুভশ্রী। নির্বাচনী কাজে আপতত ব্যারাকপুরেরই রয়েছেন রাজ চক্রবর্তী। করোনা রিপোর্ট পজিটিভ আসবার পর আরবানার ফ্ল্যাটেই কোয়ারেন্টাইনে রয়েছেন শুভশ্রী।
আরও পড়ুন-দেশে প্রতি ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজারের বেশি, একদিনে মৃত্যু ১,৭৬১ জনের
মঙ্গলবার সকালেই টুইটে জিৎ লিখেছেন, ‘আমি কোভিড আক্রান্ত । বাড়িতে আইসোলেশনেই রয়েছি। যাঁরা বিগত কয়েকদিন আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের করোনা পরীক্ষা করাতে এবং সতর্ক থাকতে অনুরোধ করছি। খুব তাড়াতাড়ি সকলের সঙ্গে দেখা হবে’।গত মাসেই করোনার ভ্যাকসিন নিয়েছিলেন অভিনেতা জিৎ । টিকা নেওয়ার ছবি ইনস্টাগ্রামেও পোস্ট করেছিলেন তিনি। কিন্তু তারপরই করোনা আক্রান্ত হলেন তিনি। গতকালই করোনা সংক্রমিত হয়েছেন ঋতব্রত মুখোপাধ্যায়।

































































































































