করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার যোগী রাজ্য

0
4

ভয়াবহ করোনা পরিস্থিতি গোটা দেশে (Corona in India)। প্রতিটি রাজ্যেই ব্যাপক হারে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত বিপর্যস্ত গোটা দেশ। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৩ হাজার ৭৫৭ জন। আমেরিকার পর ভারত এখন দ্বিতীয় দেশ যেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ২ লক্ষ পেরিয়েছে। আর এই পরিস্থিতিতে করোনাকে কেন্দ্র করে একের পর এক অমানবিক ঘটনাও সামনে আসছে। এবারের ঘটনাস্থল উত্তরপ্রদেশ। যা দেখলে আপনিও থমকে যাবেন।

তৃণমূল কংগ্রেস আজ সাংবাদিক সম্মেলনে স্পষ্ট  অভিযোগ করে জানিয়েছে,  প্রধানমন্ত্রী এ রাজ্যের ভোট নিয়ে যতটা না চিন্তিত যোগীরাজ্যে যেভাবে একের পর এক করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে তাদের প্রতি কোনো দায়িত্বই দেখাচ্ছে না কেন্দ্রীয় সরকার। এর দায় কার সে প্রশ্ন তুলেছে তৃণমূল।

দেশের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত রাজ্যগুলির মধ্যে উত্তরপ্রদেশও রয়েছে। রবিবার উত্তরপ্রদেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২২,৪৩৯। ২০২০ তে এই অতিমারি ছড়িয়ে পড়ার পর দৈনিক আক্রান্তের সংখ্যা এটাই ছিল সবচেয়ে বেশি। অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যা বলছেন, বাস্তবের সঙ্গে তার কোনও মিল নেই ।

Advt