করোনার জের : মোদির ২ দিনের ৪ জনসভা হবে একদিনে

0
3

চলতি মাসের  ২২ এবং ২৪ তারিখ  দুটি করে মোট চারটি জনসভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কিন্তু করোনার মাত্রাতিরিক্ত সংক্রমণের জেরে মোদির ৪ সভা হবে একই দিনে।  ২২ এপ্রিল মালদহ ও মুর্শিদাবাদে এবং ২৪ এপ্রিল বোলপুর ও দক্ষিণ কলকাতায় সভা করার কথা ছিল মোদির। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ওই চারটি সভাই হবে ২৩ এপ্রিল। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে এই খবর জানানো হয়েছে। তবে কোন সভা কখন হবে তা এখনও জানানো হয়নি। তবে পরিস্থিতির গুরূত্ব বিচার করে  এবং  সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে শেষ মুহূর্তে মোদির কর্মসূচিতে রদবদল হতে পারে বলে প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছে।

চার জনসভা একদিনে হলেও সভাগুলি হবে পুরোপুরি কোভিড বিধি মেনে।  মোদির সভায় সর্বত্র শারীরিক দূরত্ব বজায় রাখার দিকে বাড়তি গুরুত্ব দেওয়া হবে। ঠাসাঠাসি ভিড় এড়াতে চারটি বড় এলইডি স্ক্রিন বসানো হবে সভাস্থলের বিভিন্ন জায়গায়। বিজেপির প্রথম সারির কেন্দ্রীয় নেতাদের সংস্পর্শে যাঁরা আসেন তাঁদের সভার আগের ৭২ ঘণ্টার মধ্যে কোভিড টেস্ট (COVID Test) করানো বাধ্যতামূলক। এবার থেকে সেই নিয়মে আরও কড়াকড়ি হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য বিজেপির তরফে। কর্মীদের কথা ভেবে সভাস্থলের নানা জায়গায় পর্যাপ্ত পরিমাণে মাস্ক ও স্যানিটাইজার রাখা হবে। সমাবেশে স্বেচ্ছাসেবকদের সারাক্ষণ মাস্ক পরে ধাকতে নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে সমাবেশে আসা  সকলেই যেন মাস্ক পরে থাকেন তাও নিশ্চিত করতে হবে। যাদের মাস্ক থাকবে না, তাদের দলের পক্ষ থেকে মাস্ক দেওয়া হবে।

Advt