“বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) সরাতে ডেইলি প্যাসেঞ্জার হয়েছেন বিজেপির(BJP) কেন্দ্রীয় নেতারা। তারপরও বিজেপির হার নিশ্চিত বুঝে এখন কেন্দ্রীয় বাহিনীকে(Central force) দিয়ে গুলি চালাচ্ছে হিন্দু-মুসলমান ভাগাভাগি করছে। এই বিজেপিকে ক্ষমা করবেন না। ভোট আসবে ভোট যাবে। হিন্দু-মুসলিম আমরা সকলে হাতে হাত রেখে একসঙ্গে থাকব।” রবিবার চাপড়া তৃণমূল প্রার্থী(TMC candidate) রুকবানুর রহমানের সমর্থনে প্রচারে গিয়ে এমনটাই জানালেন প্রাক্তন সাংসদ তথা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)। পাশাপাশি তিনি এটাও জানালেন, “তৃণমূল ছাড়া অন্য কাউকে ভোট দেওয়ার অর্থ বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়া। আপনাদের কাছে আবেদন ভোট ভাগ হতে দেবেন না।”
রবিবার চাপরা জনসভা থেকে হিন্দু-মুসলিম ঐক্যের বার্তা দিয়ে কুণাল ঘোষ বলেন, “আমাদের দলটার নাম TMC। যার অর্থ T মানে Temple, M মানে Mosque, C মানে Church। অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতি। ভোট আসবে ভোট যাবে কিন্তু এই সাম্প্রদায়িক সম্প্রীতি কোনও ভাবেই আমরা নষ্ট করব না।” পাশাপাশি কুণাল বলেন, “নির্বাচনে জেতার জন্য বিজেপি টাকা দিয়ে নানান রকম দল তৈরি করছে নির্দল দাঁড় করাচ্ছে। তবে এদের ষড়যন্ত্রে পা দেবেন না। তৃণমূলের বাইরে একটি ভোট পড়ার অর্থ সেই ভোটটায় বিজেপির সুবিধা করে দেওয়া।”
আরও পড়ুন:ভাঙড়ের তৃণমূল প্রার্থী রেজাউল করিমের নির্বাচনী এজেন্ট নান্নু হোসেন প্রয়াত
পাশাপাশি এদিনের সভায় থেকে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধেও তোপ দাগলেন কুণাল ঘোষ। তিনি বলেন, ‘বাংলায় করোনার প্রভাব একেবারে কমে গিয়েছিল। সেটাকে আবার বাড়িয়ে তুললো এই নির্বাচন কমিশন ও বিজেপি। আমরা বলেছিলাম বাকি ৩ দফা ভোট একসঙ্গে করে দিতে। তবে বিজেপির সুবিধা করে দিতে নির্বাচন কমিশন সে পথে হাঁটল না।’


















































































































































