কোপা দেল রে ( copa del rey) চ্যাম্পিয়ন বার্সেলোনা( barcelona)। শনিবার রাতে কোপা দেল রে ফাইনালে তারা হারাল অ্যাথলেটিক বিলবাওকে( athletic bilbao)। ম্যাচের ফলাফল ৪-০। ম্যাচে জোড়া গোল করেন লিওনেল মেসি।
ম্যাচে এদিন শুরু থেকেই আক্রমনে গেলেও এদিন প্রথমার্ধে গোলের দরজা খুলতে ব্যর্থ হয় বার্সা। ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় মেসির দল। ম্যাচের ৬০ মিনিটে গোল করে বার্সাকে ১-০ এগিয়ে দেন গ্রীজম্যান। এরঠিক তিন মিনিটের ব্যাবধানে গোল করে লিওর দলকে ২-০ এগিয়ে দেন ফ্রেঙ্কি দে জং। দ্বিতীয়ার্ধে যেন অন্য বার্সেলোনাকে চোখে পড়ে। যার ফলে একের পর এক আক্রমণ চালাতে থাকে তারা। ম্যাচের ৬৮ এবং ৭২ মিনিটে বার্সার হয়ে তৃতীয় এবং চতুর্থ গোল করেন মেসি।
এই জয়ের পর উচ্ছসিত লিও। বার্সার অধিনায়ক হয়ে ট্রফি জেতার স্বাদ আলাদা বলে জানালেন তিনি।
আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস