খায়রুল আলম (ঢাকা) : রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের ১১তলা থেকে লাফিয়ে নীচে পড়ে হাসিব ইকবাল (৫০) নামে করোনাভাইরাসে আক্রান্ত এক রোগী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। রাজধানীর নিউ ইস্কাটনের একটি বাসায় থাকতেন তিনি। মুগদা থানার এসআই শরিফুল ইসলাম জানান, রাত ১২টা ৫০ মিনিটে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি বলেন, “হাসিব ইকবাল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুগদা হাসপাতালের ১১ তলার একটি কেবিনে ভর্তি ছিলেন। ওই কেবিনে একটি চিরকুট লিখে ১১ তলা থেকে তিনি লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।”
আরও পড়ুন-ইস্যু সেই অনুপ্রবেশ, আয়ুশগ্রামের সভা থেকে শাসকদলের বিরুদ্ধে সরব শাহ
ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, “হাসপাতালে হাসিবের বিছানায় রাখা চিরকুটটিতে লেখা ছিল ‘আমি আত্মহননের পথ বেছে নিলাম। ইসলামি শরিয়া মোতাবেক আমার দাফনের ব্যবস্থা করুন’।”
তিনি বলেন, “৯ এপ্রিল থেকে হাসিব হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার আত্মীয়স্বজনকে খোঁজ করে পাওয়া যাচ্ছে না। মোহাম্মদপুরে এক সৎভাইয়ের খোঁজ পাওয়া গিয়েছিল। তিনি আসতে পারবেন না বলে জানিয়েছেন।”





































































































































