পাহাড়ের মানুষ দিদিকেই চায়, ভোট দিয়ে বললেন বিমল গুরুং

0
3

‘মানুষ পাহাড়ে শান্তি আর উন্নয়নের হয়ে ভোট দেবেন। দিদি সরকার গঠন করবে’। পঞ্চম দফা নির্বাচনের দিন সকালে ভোট দিয়ে এভাবেই নিজের বক্তব্য জানালেন বিমল গুরুং। আপাতত তৃণমূলের জয় এবং দিদির জয় বিমল গুরুংয়ের একমাত্র লক্ষ্য। তবে দিদি যে এবার পাহাড়ে জিতবেনই সে ব্যাপারে বেশ আত্মপ্রত্যয়ী বিমল গুরুং। বিমল গুরুং আসলে ভোট চাইছেন বঞ্চনার বিরুদ্ধে। ১৪ বছর বিজেপির সঙ্গে জোট করেও ১১ জনজাতির তফশিলি স্বীকৃতি জোটেনি। গোর্খাল্যান্ডের দাবি মিটমাট হওয়া  তো বহুদূর। তাই এখন বিমল গুরুংয়ের পাখির চোখ মমতা  বন্দ্যোপাধ্যায়ের জয়। আত্মবিশ্বাসী বিমল বললেন, “আমাদের জয় নিশ্চিত। পাহাড়ের মানুষের সাথে বিজেপি বিশ্বাসঘাতকতা করেছে।। আমাদের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছে।”

Advt