দেশে রেকর্ড হারে বাড়ছে করোনা সংক্রমণ। প্রতিদিন সংক্রমণে রেকর্ড গড়ছে করোনা। দেশে রেকর্ড হারে করোনা সংক্রমণের জেরে এবার পিছিয়ে গেল আইসিএসই এবং আইএসসি পরীক্ষা। গত বুধবার সিবিএসই পরীক্ষার ক্ষেত্রেও প্রায় এমনই সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। শুক্রবারও তেমনই সিদ্ধান্ত নেওয়া হল। পিছিয়ে দেওয়া হল দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা। জুন মাসের প্রথম সপ্তাহে এই পরীক্ষার সূচী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর।
বোর্ডের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমান কোভিড পরিস্থিতি পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে জুন মাসের প্রথম সপ্তাহে’।
আরও পড়ুন- রাজনৈতিক দলের ভোট প্রচারে রোড শোতে সায় কমিশনের
































































































































