আইপিএলে প্রথম জয় পেল রাজস্থান রয়‍্যালস

0
4

আইপিএলে ( Ipl) প্রথম জয় পেল রাজস্থান রয়‍্যালস( rajothan royals)। বৃহস্পতিবার তারা ৩ উইকেটে জিতল দিল্লি ক‍্যাপিটালস ( delhi capitals) বিরুদ্ধে। রাজস্থানের হয়ে দুরন্ত ব‍্যাটিং ডেভিড মিলার।

এদিন টসে জিতে প্রথমে ব‍ল করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স‍্যামসন। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান করে দিল্লি ক‍্যাপিটলস। দিল্লির হয়ে অর্ধশতরান করেন অধিনায়ক ঋষভ পন্থ। ৫১ রান করেন তিনি। তবে এদিন ব‍্যাট হাতে ব‍্যর্থ পৃথ্বী শাহ এবং শিখর ধাওয়ান। ২ রান করেন পৃথ্বী। শিখর করেন ৯ রান। ললিত যাদব করেন ২০ রান। ২১ রান করেন টম কুরান। রাজস্থানের হয়ে ৩ উইকেট নেন জয়দেব উনাদকাট। দুই উইকেট নেন মুসতাফিজুর রহমান। একটি উইকেট নেন ক্রিস মরিস।

জবাবে ব‍্যাট করতে নেমে দু বল বাকি থাকতেই জয় তুলে নেয় রাজস্থান রয়‍্যালস। রাজস্থানের হয়ে দুরন্ত ব‍্যাটিং ডেভিড মিলারের। ৬২ রান করেন তিনি। ৩৬ রান করেন মরিস। দিল্লির হয়ে তিন উইকেট নেন আভেস খান। দুটি করে উইকেট নেন ক্রিস ওকস এবং রাবাডা।

আরও পড়ুন:করোনার কারণে বাতিল হতে পারে অলিম্পিক্স

Advt