চোখ রাঙাচ্ছে করোনা। সে কথা মাথায় রেখে নির্বাচনী প্রচার বাতিল করলেন ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। আগামী ২২ শে এপ্রিল এই সভা হওয়ার কথা ছিল। সভায় উপস্থিত থাকার কথা ছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। করোনার ঊধ্বমুখী গ্রাফ দেখেই এই সভা বাতিলের সিদ্ধান্ত বলে জানিয়েছেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। সূত্রের খবর, আর কোনও বড় প্রচারই করবেন না তিনি।
এই প্রথম কোনও তৃণমূল প্রার্থী তাঁর নির্বাচনী প্রচার বন্ধ করলেন। প্রসঙ্গত, ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের বয়স ৭৬ বছর। এই বয়সে তাঁর ভোট প্রচার, মিটিং ও রোড শো বেরনো তাঁর পক্ষে ক্ষতিকর বলেও জানিয়েছেন চিকিৎসকেরা। তাই অতিমারির রাশ টানতে সবরকম নির্বাচনী প্রচার বন্ধ করলেন শোভনদেব চট্টোপাধ্যায়। এই প্রচার শুধু তাঁর জন্যই নয়, তাঁর সঙ্গে থাকা সকলের জন্যই ক্ষতিকারক বলছেন চিকিৎসকমহল।































































































































