করোনার কারণে বাতিল হতে পারে অলিম্পিক্স

0
3

করোনার ( Corona) কারণে বাতিল হয়ে যেতে পারে অলিম্পিক্স( olympic)। বৃহস্পতিবার এমনটাই জানালেন জাপানের শাসকদল লিবারাল ডেমোক্র্যাটিক পার্টির এক সদস্য।

চলতি বছরই বসতে চলেছে টোকিও অলিম্পিক্সের আসর। কিন্তু করোনার প্রকোপ যেভাবে জাপানে বেড়ে চলেছে, তাতে চিন্তায়  ভাঁজ পরেছে আয়োজক কর্তাদের।

এদিন জাপানের শাসকদল লিবারাল ডেমোক্র্যাটিক পার্টির এক সদস্য বলেন,” অলিম্পিক্স বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সফল অলিম্পিক্স আয়োজন করা জাপানের দায়িত্ব। সামনে বিরাট সুযোগ, সেটা কাজে লাগাতে আমরা মরিয়া।”

আরও পড়ুন:নববর্ষের দিনই চোখে পড়ল ইস্টবেঙ্গল ক্লাব ও বিনিয়োগকারী সংস্থার দ্বন্দ্ব

Advt