করোনা সংক্রমণের জের , সিবিএসই পরীক্ষা বাতিলের আবেদন প্রিয়াঙ্কা গান্ধীর

0
2

করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার নিচ্ছে। তাই দশম শ্রেণির সিবিএসই (cbse exam)পরীক্ষা বাতিলের আবেদন জানিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালকে( Ramesh Pokhriyal) চিঠি লিখলেন প্রিয়াঙ্কা গান্ধী (priyanka gandhi)। সরাসরি চিঠি লিখে না হলেও টুইট করে একই দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (rahul gandhi)। ইতিমধ্যেই ছত্তিশগড়ে দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা বাতিল করা হয়েছে। করোনার জেরে হরিয়ানায় অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাসও বন্ধ রাখা হয়েছে।

প্রিয়াঙ্কা গান্ধী  কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে লিখেছেন, “করোনা সংক্রমণ দেশজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে।  রোজ প্রায় লক্ষাধিক মানুষ আক্রান্ত হচ্ছেন। এই অবস্থায় দেশজুড়ে প্রত্যেক পরীক্ষার্থীকে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। কিন্তু  রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে আমাদের কর্তব‌্য ভবিষ‌্যৎ প্রজন্মকে রক্ষা করা। দয়া করে সেটা করুন। পরিস্থিতির গুরূত্ব বিবেচনা করে চিন্তাভাবনা করে  পরীক্ষা বাতিল করুন।”  টুইটারে রাহুল গান্ধী লিখছেন “দেশজুড়ে যখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে, সেই সময়ে সিবিএসই পরীক্ষা আয়োজন করা নিয়ে আবার ভাবনাচিন্তা করা উচিত।”