হঠাৎ করে নয়, শীতলকুচির ঘটনা পরিকল্পিত: কবীর সুমন

0
2

শীতলকুচির ঘটনার জন্য বিজেপিকেই দুষলেন কবীর সুমন। শীতলকুচিতে যে ঘটনা ঘটেছে তা হঠাৎ করে ঘটনি, সবটাই পরিকল্পিত বলে মন্তব্য কবীর সুমনের।

রবিবার বিকেল ৪টে নাগাদ শীতলকুচির ঘটনার প্রতিবাদে গান্ধীমূর্তির পাদদেশে জড়ো হন সাধারণ মানুষ থেকে শুরু করে বিদ্বজনেরা। কলকাতার গান্ধী মূর্তির পাদদেশ থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত মৌন মিছিল করেন তাঁরা।সঙ্গীত শিল্পী কবীর সুমন ছাড়াও ছিলেন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য, নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসু, গায়ক ইন্দ্রনীল সেন, পরিচালক সুদেষ্ণা রায় সহ একাধিক ব্যক্তিত্ব। মিছিলে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব থাকলেও ছিল না কোনো রাজনৈতিক দলের পতাকা।

এদিনের প্রতিবাদ মিছিল থেকে শীতলকুচির ঘটনার তীব্র নিন্দা করেন কবীর সুমন। একজন সাধারণ ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে সুমনের অভিযোগ, শীতলকুচির এই ঘটনা হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা নয়। এটা একটা পরিকল্পিত আক্রমণ। বিজেপি পশ্চিমবঙ্গে হিংসার আবহ তৈরি করে দিচ্ছে’।

আরও পড়ুন- তিন জনসভা সোমবার, বাকি চার দফায় চারবার রাজ্যে মোদি

Advt