রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হার বার্সেলোনার

0
5

এল ক্লাসিকোর (  el clasico)  দ্বিতীয় সাক্ষাৎ এ জয় রিয়াল মাদ্রিদের( real madrid) । শনিবার রাতে তারা ঘরের মাঠে বার্সেলোনাকে ( barcelona) হারাল ২-১ গোলে । ১৯৭৮ সালের পর এই প্রথম রিয়ালের কাছে হারের হ্যাটট্রিক বার্সিলোনার। গত চার ম্যাচ ধরে রিয়ালকে হারাতে পারেনি মেসিরা।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাপায় জিনেদিন জিদানের দল। ম‍্যাচের ১৩ মিনিটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন বেঞ্জিমা। এরপর ম‍্যাচের ২৮ মিনিটে গোল করে রিয়ালকে ২-০ এগিয়ে দেন টনি ক্রুজ।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমনে যায় দুই দল। ম‍্যাচের ৬০মিনিটে বার্সার হয়ে একমাত্র গোলটি করেন গার্সিয়া। ম‍্যাচের ৯০ মিনিটে লাল কার্ড দেখেন রিয়ালের ক‍্যাসিমিরো।

আরও পড়ুন :দিল্লি ক‍্যাপিটালসের কাছে হেরে বোলারদের কাঠগড়ায় তুললেন ধোনি

Advt