‘মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর বেপরোয়া চেষ্টা চলছে’‌, টুইট প্রণব-পুত্র অভিজিতের

0
3

কোচবিহারের শীতলকুচি বিধানসভা এলাকায় বুথের নিরাপত্তায় থাকা আধাসেনার গুলিতে শনিবার মৃত্যু হয় ৪ তরতাজা যুবকের। জখম হন বেশ কয়েকজন।
এই ঘটনার পরেই, শনিবার রাতে নির্বাচন কমিশন এক নির্দেশিকা জারি করে জানিয়েছে আগামী ৭২ ঘন্টা কোচবিহারে কোনও রাজনৈতিক নেতানেত্রী প্রবেশ করতে পারবেন না।

এক টুইটে রবিবার নির্বাচন কমিশনের (ECI) নতুন সিদ্ধান্তকে কটাক্ষ করলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে প্রাক্তণ সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়।(Abhijit Mukherjee)৷
টুইটে তিনি লিখেছেন, “এটা লজ্জার৷ ভারতের নির্বাচন কমিশন কোচবিহারে রাজনৈতিক নেতাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে!৷
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর বেপরোয়া চেষ্টা৷ যিনি নিহতদের পরিবারের কাছে গিয়ে শুনতে চেয়েছিলেন বিজেপি আর আধাসেনা যৌথভাবে কেমন অত্যাচার করেছে। কী লুকোবার আছে?‌”

Advt