শীতলকুচিতে ৭২ ঘন্টা প্রবেশ নিষিদ্ধ সব রাজনীতিকদের

0
2

রাজনীতিকদের জন্য নিষিদ্ধ হলো কোচবিহার। শীতলকুচির ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন আগামী ৭২ ঘন্টা সমস্ত রাজনীতিকদের জেলায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল। নির্দেশের জেরে জেলার বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারবেন না কোচবিহারে। আগামী মঙ্গলবার পর্যন্ত কোচবিহারে রাজনৈতিক প্রচার জেলার নেতা-নেত্রীরা করতে পারলেও বাইরের কেউ পারবেন না। ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রবিবারের কর্মসূচি বাতিল হল। বাতিল হয়েছে নিশীথ প্রামাণিকের এলাকা পরিদর্শও।

চতুর্থ দফার ভোটে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে মাথাভাঙা-শীতলকুচি। দুই পক্ষের সঙ্ঘর্ষ থামাতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে কেন্দ্রীয় বাহিনী। আর তারপরেই কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় ৪ জনের। বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন। তার জেরেই এই ঘটনা। পালটা তৃণমূল কংগ্রেসের বক্তব্য, এই ঘটনা আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই হয়েছে। উনি পদত্যাগ করুন। বিকেলেই প্রচার দ্রুত শেষ করে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে তোপ দাগেন। কমিশনের নির্দেশে মুখ্যসচিব ও পুলিশের ডিজি শীতলকুচি যাবেন। এছাড়া ১৭ এপ্রিলের ভোট অর্থাৎ পঞ্চম দফার ভোটের ৩ দিন আগে থেকে প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে কমিশন।

আরও পড়ুন- শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যুর প্রতিবাদ, মহানগরে সভা বাংলা পক্ষর

Advt