কেন্দ্রীয় বাহিনী ঠুঁটো জগন্নাথ,কটাক্ষ নির্মলের

0
2

‘হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার বিজেপির হয়ে গ্রামীণ হাওড়ায় দালালি করছে’ শুক্রবার উলুবেড়িয়ার মহেশপুরে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন নির্মল মাজি ।
তিনি জানান, আমরা ইতিমধ্যেই এসপিকে সরানোর আবেদন জানিয়ে নির্বাচন কমিশনের দারস্থ হয়েছি। কিন্তু, যদি তা না করা হয় ও পুলিশ যদি আবারও বিজেপির হয়ে দালালি করে আমরা হাজার হাজার লোককে নিয়ে এসপি অফিসের সামনে অবস্থানে বসব।
তৃতীয় দফার ভোটগ্রহণে তার ওপর হামলার অভিযোগ ছিল।
সেই প্রসঙ্গ তুলে তার দাবি, বিজেপির কর্মীরাই তাঁর উপর হামলা চালিয়েছে। কার্যত গ্রামবাসীরা ইট, পাথর, ঝাঁটা, লাঠি নিয়ে চড়াও হয় নির্মল মাজি ও তাঁর নিরাপত্তারক্ষীদের উপর। ভেঙে দেওয়া হয় তাঁদের গাড়িও। শ্যামল ওরাওঁ-সহ মন্ত্রীর দুজন নিরাপত্তারক্ষী ইটের ঘায়ে গুরুতর জখম হন। নির্মল মাজির মাথাতেও হালকা আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে কোনওরকমে তাঁদের উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। তৃণমূল প্রার্থী অভিযোগ করেছেন,কেন্দ্রীয় বাহিনী সহায়তা চেয়েও পাননি।

Advt