ইমরানের বিতর্কিত মন্তব্যের মোক্ষম দাওয়াই দিলেন তাঁর প্রাক্তন স্ত্রী

0
2

সম্প্রতি ধর্ষণ নিয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের এক মন্তব্যকে ঘিরে সমালোচনার মুখে পড়েছেন ইমরান। এমনকি বিতর্কিত এই মন্তব্যের জেরে বিশ্বদরবারে বিরোধিতার মুখে পড়েছেন তিনি। মানবাধিকার কমিশনও এইনিয়ে তীব্র বিরোধিতা করেছে। সম্প্রতি ইমরান খান বলেন, ‘পাশ্চাত্য সংস্কৃতি থেকে আমদানি হয়েছে অশালীনতা। আর তার কারণেই বাড়ছে ধর্ষণের মত ঘটনা।’ এই মন্তব্যের পরই শুরু হয় তীব্র সমালোচনা। এবার তাঁর এই মন্তব্যের চরম নিন্দা করে তাঁকে ধুয়ে দিলেন ইমরান খানের প্রাক্তন স্ত্রী ও ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা জেমাইমা গোল্ডস্মিথ। তিনি লেখেন, “পুরুষকে বলো তাঁরা যেন নিজেদের গোপনাঙ্গ ঢেকে রাখে, দৃষ্টি সংযত করে। দায় পুরুষদের।” (‘Onus is on Men’)।”

প্রসঙ্গত সম্প্রতি জনগণের সঙ্গে প্রায় দুঘণ্টা দীর্ঘ প্রশ্নোত্তর পর্বে বিতর্কিত মন্তব্য করেন ইমরান। জনৈক এক ব্যক্তি ফোন করে প্রশ্ন করেছিলেন, দেশে যে হারে ধর্ষণ(Rape), যৌন হিংসার ঘটনা বাড়ছে বিশেষ করে শিশুদের সঙ্গে তাতে সরকারের কী চিন্তাভাবনা রয়েছে? তার উত্তরে পাক প্রধানমন্ত্রী বলেন, মাত্রাতিরিক্ত অশালীনতাই এর জন্য দায়ী। দেশে ধর্ষণ, যৌন হিংসা বৃদ্ধির জন্য পাশ্চাত্য সংস্কৃতি থেকে আমদানি করা অশালীনতাকে দায়ী করেন তিনি। এছাড়াও তিনি বলেন পর্দা প্রথা মেনে চললে এর সমাধান করা যেতে পারে।

ইমরানের মন্তব্য প্রসঙ্গে জেমাইমা আরও বলেন, ইমরানের এই মন্তব্য ভুল উদ্ধৃত হয়ে থাকলেই খুশি হবেন। এরপরেই তাঁর মন্তব্য নেটদুনিয়াতে ব্যাপকভাবে শেয়ার হয়। অনেকেই রিট্যুইট করে নিজেদের মত প্রকাশ করেন। সরব হন নিন্দায়।

Advt