ভোটের সময় রাজ্যে করোনা নিয়ন্ত্রণ করবে কে?‌ এই প্রশ্নে তুলে জনস্বার্থ মামলা হাইকোর্টে

0
2
কলকাতা হাইকোর্ট

ফের করোনা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। এর আগে করোনা সংক্রমণ ঠেকানো সম্পর্কিত একাধিক মামলা ফিরিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। খারিজ করার সময় যুক্তি দিয়েছিল, নির্বাচন কমিশন এই সময়ের মধ্যে করোনা ঠেকাতে হস্তক্ষেপ করবে। কিন্তু নতুন দায়ের করা মামলায় বলা হয়েছে, নির্বাচন পদ্ধতির সঙ্গে যুক্ত ভোটকর্মীদের ক্ষেত্রেই একমাত্র কমিশন করোনা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে পারে। তার বাইরে কোথাও কমিশন হস্তক্ষেপ করতে পারে না। তাই যদি হয়, তবে এ রাজ্যে ক্রমশ বেড়ে চলা করোনা সংক্রমণ নিয়ে কে বা কারা প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে?

মামলাকারীদের বক্তব্য, আগামী এক মাস করোনা সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে। অন্য রাজ্যগুলি নাইট কার্ফু বা  লকডাউনের সিদ্ধান্ত নিতে পারছে। কিন্তু পশ্চিমবঙ্গে নির্বাচন চলছে বলে রাজ্য সরকার তেমন কোনও সিদ্ধান্ত নিতে পারছে না। এই অবস্থায় তাই আদালতকেই হস্তক্ষেপ করার আবেদন করা হয়েছে।

আরও পড়ুন- শেষ দু’দফার আগে বঙ্গে ভোট প্রচারে আসছেন রাহুল গান্ধী

Advt