দু’ম্যাচ নির্বাসিত নেইমার( Neymar)। গত সপ্তাহে লিল-র( losc lille) বিরুদ্ধে ম্যাচে জোড়া হলুদ কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যান তিনি। এরপর অপরাধ খতিয়ে দেখা হয় নেইমারের। তারপরই শাস্তির মেয়াদ বাড়ানো তাঁর।

লিল-এর থিয়াগোকে ট্যাকল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেছিলেন নেইমার। থিয়াগোও লাল কার্ড দেখেন। এরপর দু’জনই টানেল দিয়ে ফেরার সময় ফের হাতাহাতি জড়িয়ে পড়েন। সেই ভিডিয়োয় খতিয়ে দেখে ফরাসি ফুটবল সংস্থা। এরপরেই নেইমারকে শাস্তি দেওয়া হয়। ফলে আগামী দু’ম্যাচ খেলতে পারবেন না তিনি।
এদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে বায়ার্নকে হারিয়ে দিল পিএসজি। বায়ার্নের ঘরের মাঠে ৩-২ হারিয়ে দিল এমব্যাপেরা। ম্যাচে জোড়া গোল এমব্যাপের। অপর গোলটি করেন মারকুইনহোসের।
আরও পড়ুন:দলের নতুন সদস্যদের জার্সি তুলে দিল সিএসকে, মাহির হাত থেকে জার্সি পেয়ে উত্তেজিত পুজারা









































































































































