ভোটবঙ্গে (Assembly Election) করোনার (Corona) গ্রাফ উর্ধ্বমুখী। রোজ লাফিয়ে বাড়ছে আক্রান্তর সংখ্যা। ঘটছে মৃত্যু। তবুও ভোট বড় বালাই। রাজনৈতিক দলগুলির সভা কিংবা প্রার্থীদের প্রচারে সামাজিক দূরত্ব কেউ মানছেন না। মুখে মাস্কও থাকছে না কারও। সবে তৃতীয় দফার ভোট হয়েছে, এখনও বাকি পাঁচ দফা। যার মধ্যে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়ার মতো জেলা রয়েছে, যেখানে গতবছর ঠিক এই সময় মহামারি ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। চিকিৎসকদের দাবি, এভাবে চলতে থাকলে এ রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার ধারণ করবে।
এদিকে, অবিলম্বে নির্বাচন বন্ধের দাবিতে যখন কমিশনের অফিসের অদূরে পিপিই কিট পড়ে রাস্তায় শুয়ে প্রতিবাদ জানালেন এক অরাজনৈতিক সংগঠনের সদস্যরা। ঠিক তখনই একটু অন্য ছবি ধরা পড়ল দক্ষিণ কলকাতার রাসবিহারী (Rashbihari) বিধানসভা এলাকায়। প্রচারে বেরিয়ে পথ-চলতি মানুষকে মাস্ক (Mask) ও স্যানিটাইজার (Sanitizer) বিলি করলেন রাসবিহারীর কংগ্রেস (Congress) প্রার্থী আশুতোষ চট্টোপাধ্যায়।
আগামী ১০ এপ্রিল রাসবিহারী কেন্দ্রে ভোটগ্রহণ। একেবারে শেষ ল্যাপের প্রচারে বেরিয়ে কংগ্রেস প্রার্থী আশুতোষ চট্টোপাধ্যায় মানুষকে সচেতনতার বার্তা দিলেন মাস্ক ও স্যানিটাইজার বিলির মধ্যে দিয়ে।
আরও পড়ুন- শিবপুরের রোড শো-এ পুষ্পবৃষ্টি, ভুল উচ্চারণে বাংলা বলে অপমান করছে বিজেপি: অভিষেক






























































































































