কলকাতা নাইট রাইর্ডাসের ( Kkr) সব থেকে আগ্রাসী মানসিকতার অধিনায়ক হলেন গৌতম গম্ভীর( Gautam Gambhir)। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন প্যাট কামিন্স। দীনেশ কার্তিক এবং ইয়ন মর্গ্যানের থেকে আগ্রাসনের দিকে গম্ভীরকেই এগিয়ে রাখলেন তিনি।

কামিন্স বলেন, “গৌতম গম্ভীরের অধিনে খেলেছি। ওকে খুব কাছ থেকে দেখেছি। আক্রমণাত্মক মেজাজ আমার দারুণ লাগত। একবারে অস্ট্রেলিয় ঘরানার সঙ্গে মিলে যায়।”
৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএল। গতমরশুমে আইপিএলে সেরকম প্যারফমেন্স করতে পারেনি কেকেআর। তবে ২০২১ সালে ট্রফি জয়ের ব্যাপারে আশাবাদী ক্যামিনস।
আরও পড়ুন:মাঠ কর্মীর পর এবার করোনায় আক্রান্ত সম্প্রচারকারী সংস্থার ১৪ জন প্রতিনিধি









































































































































