পশ্চিমবঙ্গে তৃতীর দফার ভোট চলাকালীন বুথে বুথে বিক্ষিপ্ত অশান্তি অব্যাহত। তার মধ্যে এ এক অন্য ছবি। ভোট উৎসবে মেতেছেন রাজ্যবাসী। জগতবল্লভপুরের বিধানসভা কেন্দ্রের জাবদাপোতা গ্রাম অশান্তির আঁচ নেই। সেখানে একরকম উৎসবের মহল। মহিলা ও পুরুষরা একজোট হয়ে লুচি ভাজছেন। সঙ্গে রয়েছে কষা আলুরদম।
স্থানীয়রাই বলছেন ভোট উপলক্ষে এই আয়োজন। এই আয়োজন করেছেন তৃণমূল-বিজেপি দু’পক্ষ মিলে। খাবারের আয়োজন রয়েছে ভোটারদের জন্য। এই নিয়ে কারও কোনও অভিযোগ নেই। দু’পক্ষরই বক্তব্য, এটাই জাবদাপোতা গ্রামের রীতি। যা দীর্ঘদিন ধরে চলে আসছে। প্রতি ভোটেই এই আয়োজন করা হয়। আগে দেওয়া হত ছোলা-মুড়ি আর এখন লুচি-আলুরদম।
আরও পড়ুন-আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের উপর হামলা! দেখা নেই কেন্দ্রীয় বাহিনীর
যেখানে সকাল থেকে হুগলির গোঘাট, খানাকুল থেকে উত্তেজনার খবর মিলছে সেখানে জগতবল্লপুরের এই গ্রামের এমন সম্প্রীতির ছবি সত্যিই স্বস্তিদায়ক।







































































































































