যে বুথে ভোটার সংখ্যা ৯০, সেখানে ভোট পড়েছে ১৭১। বিজেপি (bjp) শাসিত অসমের (Assam) ডিমা হাসাও (Dima Hasao) জেলায় ভোটে এই ব্যাপক কারচুপির অভিযোগে এবার সাসপেন্ড করা হল পাঁচজন পোলিং অফিসারকে। নির্বাচন কমিশনের আধিকারিকের বক্তব্য, ব্যাপক গরমিল হয়েছে ভোটগ্রহণে। দিনকয়েক আগে এই অসমেই ভোটের পর বিজেপি প্রার্থীর গাড়ি থেকে উদ্ধার হয়েছিল একাধিক ইভিএম মেশিন। তা নিয়ে রাজ্যজুড়ে শোরগোল শুরু হয়। আর এবার সামনে এল লাগামছাড়া ভোট লুঠের ঘটনা।
আরও পড়ুন:শুধু মমতাকে মুখ্যমন্ত্রী নয়, এই ভোট দিল্লিতে বিজেপিকে লাল কার্ড দেখানোর: কুণাল
প্রসঙ্গত, গত ১ এপ্রিল ভোটগ্রহণ হয় অসমের (Assam) হাফলং (Haflong) কেন্দ্রে। সেখানে ভোটের হার ছিল ৭৪ শতাংশ। ওই কেন্দ্রের খোটলির এলপি স্কুলে ভোটার তালিকায় নাম রয়েছে ৯০ জনের। অথচ দেখা যায় ভোট পড়েছে ১৭১টি। এক আধিকারিক জানিয়েছেন, গ্রামের প্রধান ভোটার তালিকা মানতে অস্বীকার করেন। তিনি পৃথক একটি তালিকা আনেন। সেই অনুযায়ী চলে ভোটগ্রহণ। কিন্তু কেন পোলিং অফিসাররা তাঁর কথা শুনলেন? সেই সময় বুথে নিরাপত্তার কী অবস্থা ছিল তাও স্পষ্ট নয়। এরপর ঘটনাটি জানাজানি হতেই ৫ পোলিং অফিসারকে সাসপেন্ড করেছেন জেলার নির্বাচনী আধিকারিক। পুনর্নির্বাচনও হতে চলেছে সেখানে।










































































































































