সোমবার তৃতীয়বার সিবিআই (CBI) জেরার মুখে কয়লাপাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব পেয়ে সোমবার বেলা ১১টা নাগাদ নিজাম প্যালেসে যান লালা। সিবিআই সূত্রে জানা গিয়েছে, তদন্তকারী অফিসারদের একটি দল আগে থেকেই লালাকে জেরার জন্য প্রস্তুতি নিয়ে ছিলেন। তবে লালা এখনও সিবিআইয়ের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছেন না বলে অভিযোগ উঠেছে। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে ৬ এপ্রিল পর্যন্ত লালাকে গ্রেফতার করা যাবে না। সেক্ষেত্রে লালার শীর্ষ আদালতের (Supreme court) ‘রক্ষাকবচ’-এর সময়সীমা পার হয়ে গেলেই সিবিআই তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানাতে পারে। কিন্তু তারপর জেরায় লালা সহযোগিতা না করলে গ্রেফতার হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি।



কয়লাকাণ্ডের তদন্তে সিবিআই () এবং (ED) একযোগে তদন্ত শুরু করেছে। শনিবার রাতেই কয়লাকান্ডে যুক্ত থাকার অভিযোগে দিল্লি থেকে গ্রেফতার করা হয় বাঁকুড়ার আইসি অশোক মিশ্রকে। প্রসঙ্গত কয়লা মামলায় এই প্রথম রাজ্য পুলিশের কোনও আধিকারিককে গ্রেফতার করা হল। অশোক মিশ্র আবার সম্পর্কে কয়লা ও গরু পাচারচক্রের মূল অভিযুক্ত বিনয় মিশ্রর আত্মীয়। ফলে অশোক মিশ্র ধরা পড়ায় মামলার নিষ্পত্তি দ্রুত হয়ে যেতে পারে বলে আশা ইডির আধিকারিকদের।




































































































































