শনিবার বিজাপুরে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হলেন পাঁচজন নিরাপত্তা রক্ষী। অন্যদিকে নিরাপত্তা বাহিনীর গুলিতেও মৃত্যু হয়েছে কমপক্ষে দুই মাওবাদীর।
সিআরপিএফ সূত্রে জানা গিয়েছে, শনিবার বিজাপুর জেলায় যৌথ তল্লাশি অভিযান চালাচ্ছিল সিআরপিএফের কোবরা ব্যাটেলিয়ন, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ও স্পেশাল টাস্ক ফোর্স। অভিযান চলাকালীনই জঙ্গলের ভিতর থেকে অতর্কিতে হামলা চালায় মাওবাদীরা। পাল্টা গুলি চালাতে শুরু যৌথ বাহিনীও। মাওবাদী-কেন্দ্রীয় বাহিনীর সংঘর্ষে পাঁচ জওয়ানের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন কমপক্ষে আরও ২০ জওয়ান। নিহতদের মধ্যে তিনজন সিআরপিএফ ও দুইজন জেলা নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন। মাওবাদীদের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে যৌথবাহিনী।
আরও পড়ুন- পেট্রোল বোমা নিয়ে ঘিরে ছিল বিজেপির গুন্ডারা: নন্দীগ্রাম নিয়ে বিস্ফোরক অভিযোগ মমতার
































































































































